3. তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করে থাক,আমার সমস্ত পথ ভালভাবে জান।
4. যখন আমার জিহ্বাতে একটি কথাও নেই,হে মাবুদ, তুমি তার সবকিছুই জান।
5. তুমি আমার চারপাশ ঘিরে রেখেছে,আমার উপরে তোমার হাত রেখেছ।
6. এই জ্ঞান আমার কাছে অতি আশ্চর্য,তা উঁচু, আমার বোধের অগম্য।