13. বস্তুত তুমিই আমার সকল কিছু সৃষ্টি করেছ;তুমি মাতৃগর্ভে আমাকে বুনেছিলে।
14. আমি তোমার প্রশংসা করবো,কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;তোমার সমস্ত কাজ আশ্চর্য, তা আমার প্রাণ বিলক্ষণ জানে।
15. আমার দেহ তোমার কাছ থেকে লুকিয়ে ছিল না,যখন আমি গোপনে নির্মিত হচ্ছিলাম,দুনিয়ার অধঃস্থানে শিল্পীত হচ্ছিলাম।