জবুর শরীফ 135:9-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. হে মিসর! তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠিয়েছিলেন,ফেরাউনের ও তাঁর সমস্ত গোলামের বিরুদ্ধে।

10. তিনি আঘাত করেছিলেন বড় বড় জাতিকে,হত্যা করেছিলেন বিক্রমী বাদশাহ্‌দেরকে;

11. আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনকে,বাশনের বাদশাহ্‌ ওগকে ও কেনানের সমস্ত রাজ্যকে।

12. তিনি তাদের দেশ অধিকার হিসেবে দিলেন,নিজের লোক ইসরাইলের অধিকার হিসেবে দিলেন।

13. হে মাবুদ, তোমার নাম অনন্তকালস্থায়ী,হে মাবুদ, পুরুষানুক্রমে লোকেরা তোমাকে স্মরণ করবে।

জবুর শরীফ 135