জবুর শরীফ 135:12-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. তিনি তাদের দেশ অধিকার হিসেবে দিলেন,নিজের লোক ইসরাইলের অধিকার হিসেবে দিলেন।

13. হে মাবুদ, তোমার নাম অনন্তকালস্থায়ী,হে মাবুদ, পুরুষানুক্রমে লোকেরা তোমাকে স্মরণ করবে।

14. কারণ মাবুদ তাঁর লোকদের বিচার করবেন,তাঁর গোলামদের উপরে সদয় হবেন।

15. জাতিদের সমস্ত মূর্তি রূপা ও সোনার তৈরি,সেগুলো মানুষের হাতের কাজ।

16. মুখ থাকতেও তারা কথা বলে না;চোখ থাকতেও দেখতে পায় না;

জবুর শরীফ 135