10. তুমি তোমার গোলাম দাউদের অনুরোধেতোমার অভিষিক্ত ব্যক্তিকে ফিরিয়ে দিও না।
11. মাবুদ দাউদের কাছে সত্যে কসম খেয়েছেন,তিনি তা থেকে ফিরবেন না,আমি তোমার নিজের বংশের এক জনকে তোমার সিংহাসনে বসাব।
12. তোমার সন্তানরা যদি পালন করেআমার নিয়ম, আর আমার নির্দেশ,যা আমি তাদেরকে হুকুম করি,তবে তাদের সন্তানরাও চিরতরেতোমার সিংহাসনে উপবিষ্ট থাকবে।