1. যারা মাবুদের উপর নির্ভর করে,তারা সিয়োন পর্বতের মত,যা অটল ও চিরস্থায়ী।
2. জেরুশালেমের চারদিকে পর্বতমালা আছে,আর মাবুদ তাঁর লোকদের চারদিকে আছেন,এখন থেকে অনন্তকাল পর্যন্ত আছেন।
3. কেননা নাফরমানীর রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকবে না,যেন ধার্মিকেরা অন্যায়ে হস্তক্ষেপ না করে।
4. হে মাবুদ! তাদের মঙ্গল কর, যারা মঙ্গল স্বভাবের,সরলচিত্তদের মঙ্গল কর।