জবুর শরীফ 124:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. তখন পানি আমাদেরকে প্লাবিত করতো,স্রোত আমাদের প্রাণের উপর দিয়ে বয়ে যেত;

5. তখন প্রচণ্ড জলোচ্ছাস আমাদের প্লাবিত করে বয়ে যেত।

6. মাবুদ ধন্য হোন, তিনি আমাদেরকেওদের সম্মুখে খাদ্য হিসেবে তুলে দেন নি।

7. আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ থেকে পাখির মত রক্ষা পেয়েছে;ফাঁদ ছিঁড়েছে, আর আমরা রক্ষা পেয়েছি।

8. মাবুদের নামে আমাদের সাহায্য,তিনি আসমান ও দুনিয়ার নির্মাণকর্তা।

জবুর শরীফ 124