জবুর শরীফ 119:9-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ করবে?তোমার সমস্ত হুকুম পালন করেই তা করবে।

10. আমি সর্বান্তঃকরণে তোমার খোঁজ করেছি,আমাকে তোমার নির্দেশিত পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না।

11. তোমার কালাম আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি,যেন তোমার বিরুদ্ধে গুনাহ্‌ না করি।

12. ধন্য তুমি, হে মাবুদ,আমাকে তোমার বিধিগুলো শিক্ষা দাও।

13. আমি ওষ্ঠাধরে বর্ণনা করেছিতোমার মুখের সমস্ত অনুশাসন।

14. আমি তোমার নির্দেশ-পথে আমোদ করেছি,যেমন ধন-সম্পদে লোকে আনন্দ করে।

15. আমি তোমার আদেশমালা ধ্যান করবো,তোমার সকল পথের প্রতি দৃষ্টি রাখবো।

16. আমি তোমার বিধিগুলোতে উল্লসিত হব,তোমার কালাম ভুলে যাব না।  

17. তোমার গোলামের মঙ্গল কর, যেন আমি বাঁচি,তা হলে আমি তোমার কালাম পালন করবো।

18. আমার নয়ন খুলে দাও, যেন আমি দর্শন করি,তোমার শরীয়তে আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি।

জবুর শরীফ 119