জবুর শরীফ 119:79-83 কিতাবুল মোকাদ্দস (BACIB)

79. যারা তোমাকে ভয় করে, তারা যেন আমার প্রতি ফিরে আসে,আর তারা তোমার নির্দেশগুলো বুঝবে।

80. আমার দিল তোমার বিধিতে সিদ্ধ হোক,যেন আমি লজ্জিত না হই।

81. তোমার উদ্ধারের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়,আমি তোমার কালামের অপেক্ষা করি।

82. তোমার নির্দেশের প্রতীক্ষায় আমার চোখ ক্ষীণ হয়,আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা দেবে?

83. কারণ আমি ধোঁয়া ভরা কুপার মত হয়েছি;তবুও তোমার বিধি ভুলে যাই নি।

জবুর শরীফ 119