জবুর শরীফ 119:62-64 কিতাবুল মোকাদ্দস (BACIB)

62. আমি মধ্যরাত্রে তোমার প্রশংসা করতে উঠবো,তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।

63. আমি সেই সবের সখা, যারা তোমাকে ভয় করে,এবং যারা তোমার আদেশমালা পালন করে।

64. তোমার অটল মহব্বতে, হে মাবুদ, দুনিয়া পরিপূর্ণ,আমাকে তোমার বিধিগুলো শিক্ষা দাও।  

জবুর শরীফ 119