20. আমার প্রাণ সর্ব সময়ে আকাঙ্খায় ক্ষুণ্ন হয়তোমার অনুশাসনগুলোর জন্য।
21. তুমি সেই বদদোয়াগ্রস্ত অহঙ্কারীদেরকে ভর্ৎসনা করেছ,যারা তোমার নির্দেশিত পথ ছেড়ে ঘুরে বেড়ায়।
22. আমা থেকে দুর্নাম ও অপমান দূর কর,কেননা আমি তোমার নির্দেশগুলো পালন করেছি।
23. শাসনকর্তারাও আমার বিপক্ষে কথা বললেও,তোমার এই গোলাম তোমার বিধি ধ্যান করে।