149. তোমার অটল মহব্বত অনুসারে আমার কথা শোন;হে মাবুদ, তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর।
150. কুকর্মের অনুগামীরা নিকটবর্তী;তারা তোমার শরীয়ত থেকে দূরবর্তী।
151. হে মাবুদ, তুমিই নিকটবর্তী,আর তোমার সমস্ত হুকুম সত্য।
152. আমি তোমার নির্দেশগুলোর দ্বারা আগে থেকে জানি,তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করেছ।
153. আমার দুঃখ দেখ, আমাকে উদ্ধার কর,কেননা আমি তোমার শরীয়ত ভুলে যাই নি।
154. আমার ঝগড়া নিষ্পত্তি কর, আমাকে মুক্ত কর,তোমার কালাম অনুসারে আমাকে সঞ্জীবিত কর।