জবুর শরীফ 119:133-137 কিতাবুল মোকাদ্দস (BACIB)

133. তোমার প্রতিজ্ঞা অনুসারে আমার পদক্ষেপ স্থির রাখ,কোন অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক।

134. মানুষের জুলুম থেকে আমাকে মুক্ত কর,তাতে আমি তোমার আদেশমালা পালন করবো।

135. তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,এবং তোমার সমস্ত বিধি আমাকে শিক্ষা দাও।

136. আমার চোখ থেকে পানির ধারা বইছে,কারণ লোকে তোমার শরীয়ত পালন করে না।

137. হে মাবুদ, তুমি ধর্মময় ও তোমার সমস্ত বিচার ন্যায্য।

জবুর শরীফ 119