13. আমি উদ্ধারের পানপাত্র গ্রহণ করবো,এবং মাবুদের নামে ডাকব।
14. আমি মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো;তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো।
15. মাবুদের দৃষ্টিতে তাঁর বিশ্বস্তদের মৃত্যুর মূল্য অনেক বেশি।
16. আরজ করি, হে মাবুদ, আমি তোমার গোলাম;আমি তোমার গোলাম, তোমার বাঁদীর পুত্র;তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ।
17. আমি তোমার উদ্দেশে শুকরিয়া কোরবানী উৎসর্গ করবো,আর মাবুদের নামে ডাকব।
18. মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো,তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো;