জবুর শরীফ 115:10-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. হারুনের কুল, তোমরা মাবুদের উপরই নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’

11. মাবুদের ভয়কারীরা, মাবুদের উপর নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’

12. মাবুদ আমাদের মনে রেখেছেন;তিনি দোয়া করবেন, ইসরাইলের কুলকে দোয়া করবেন,হারুনের কুলকে দোয়া করবেন।

13. যারা মাবুদকে ভয় করে,তিনি তাদেরকে দোয়া করবেন,ক্ষুদ্র কি মহান সকলকেই করবেন।

জবুর শরীফ 115