3. তা দেখে সমুদ্র পালিয়ে গেল,জর্ডান নদীর পানি উজানে বইল।
4. পর্বতমালা লাফ দিল ভেড়ার মত,উপপর্বতগুলো লাফ দিল ভেড়ার বাচ্চার মত।
5. তোমার কি হল, সমুদ্র, তুমি কেন পালালে?জর্ডান নদী, তুমি কেন উজানে বইলে?
6. পর্বতমালা, তোমরা কেন লাফ দিলে ভেড়ার মত?উপপর্বতগুলো, তোমরা কেন লাফ দিলে ভেড়ার বাচ্চার মত?
7. দুনিয়া! তুমি কেঁপে ওঠ, প্রভুর সাক্ষাতে,ইয়াকুবের আল্লাহ্র সাক্ষাতে।
8. তিনি শৈলকে পরিণত করলেন জলাশয়ে,চকমকি প্রস্তরকে পানির ফোয়ারায়।