25. আর আমি ওদের কাছে তিরস্কারের পাত্র হয়েছি;তারা আমাকে দেখলেই অবজ্ঞা করে।
26. হে মাবুদ, আমার আল্লাহ্, আমায় সাহায্য কর,নিজের অটল মহব্বত অনুসারে আমাকে নিস্তার কর,
27. যেন তারা জানতে পারে যে, এই তোমার হাত,তুমিই, হে মাবুদ, এসব করেছ।
28. তারা বদদোয়া দিক;, কিন্তু তুমি দোয়া করো;তারা উঠলে লজ্জিত হবে,কিন্তু তোমার এই গোলাম আনন্দ করবে।