জবুর শরীফ 109:18-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. সে বদদোয়াকে কাপড়ের মত পরতো,তা তার অন্তরে পানির মত প্রবেশ করলো,তার অস্থিতে তেলের মত প্রবিষ্ট হল।

19. তা তার পক্ষে পরিধানের পোশাকের মত,ও প্রতিদিনের কোমড়-বন্ধের মত হোক।

20. আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যারা দুর্বাক্য বলে,তারা যেন মাবুদ থেকে যেন এই ফল পায়।

21. কিন্তু, তুমি হে মাবুদ, আমার মালিক,নিজের নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর;তোমার অটল মহব্বত মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।

22. কেননা আমি দুঃখী ও দরিদ্র,এবং আমার হৃদয় আহত হয়েছে।

23. আমি সন্ধ্যাকালীন ছায়ার মত বিলীন হচ্ছি,পঙ্গপালের মত ইতস্তত চালিত হচ্ছি।

24. রোজা রেখে রেখে আমার হাঁটু দুর্বল হয়েছে,আমার দেহ ক্ষীণ হয়েছে।

25. আর আমি ওদের কাছে তিরস্কারের পাত্র হয়েছি;তারা আমাকে দেখলেই অবজ্ঞা করে।

26. হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমায় সাহায্য কর,নিজের অটল মহব্বত অনুসারে আমাকে নিস্তার কর,

27. যেন তারা জানতে পারে যে, এই তোমার হাত,তুমিই, হে মাবুদ, এসব করেছ।

28. তারা বদদোয়া দিক;, কিন্তু তুমি দোয়া করো;তারা উঠলে লজ্জিত হবে,কিন্তু তোমার এই গোলাম আনন্দ করবে।

29. আমার দুশমনরা অপমানে জর্জরিত হবে,পোশাকের মত তারা নিজেদের লজ্জায় আচ্ছাদিত হবে।

30. আমি নিজের মুখে মাবুদের অতিশয় শুকরিয়া করবো,লোকারণ্যের মধ্যে তাঁর প্রশংসা করবো।

31. কারণ তিনি দরিদ্রের পক্ষে দাঁড়িয়ে থাকেন,যেন তাদের থেকে তাকে উদ্ধার করেন যারা তাকে মৃত্যুর শাস্তি দিতে চায়।

জবুর শরীফ 109