জবুর শরীফ 107:31-36 কিতাবুল মোকাদ্দস (BACIB)

31. লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের জন্য,মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের জন্য!

32. তারা লোক-সমাজে তাঁর প্রতিষ্ঠা করুক,প্রাচীনদের সভাতে তাঁর প্রশংসা করুক।

33. তিনি সমস্ত নদীকে মরুভূমিতে,পানির ফোয়ারাগুলোকে শুকনো ভূমিতে পরিণত করেন,

34. তিনি ফলবান দেশকে লবণ-মরুভূমি করেন,সেই স্থানের নিবাসীদের কদাচরণের জন্য।

35. তিনি মরুভূমিকে জলাশয়ে,মরুভূমিকে পানির ফোয়ারাগুলোতে পরিণত করেন;

36. আর সেখানে তিনি ক্ষুধিত লোকদেরকে বাস করান,যেন তারা বসতি-নগর প্রস্তুত করে,

জবুর শরীফ 107