46. যারা তাদের বন্দী করেছিল,তাদের সকলের দৃষ্টিতে তিনি তাদেরকে করুণারপ্রাপ্ত করলেন।
47. হে মাবুদ, আমাদের আল্লাহ্, আমাদের উদ্ধার কর,জাতিদের মধ্য থেকে আমাদেরকে সংগ্রহ কর;যেন আমরা তোমার পবিত্র নামের শুকরিয়া করি,যেন তোমার প্রশংসার জয়ধ্বনি করি।
48. মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্,অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।সমস্ত লোক বলুক, আমিন।মাবুদের প্রশংসা হোক!