34. তারা জাতিদেরকে বিনষ্ট করলো না,যা মাবুদ করতে হুকুম দিয়েছিলেন।
35. কিন্তু তারা জাতিদের সঙ্গে মিশে গেল,ওদের রীতিনীতি শিক্ষা করলো;
36. আর ওদের মূর্তিগুলোর সেবা করলো,তাতে সেগুলো তাদের ফাঁদ হয়ে উঠলো;
37. ফলে তারা নিজেদের পুত্রদের,আর নিজেদের কন্যাদেরকে বদ-রূহ্দের উদ্দেশে কোরবানী করলো;