18. তাদের সঙ্গীদের মধ্যে আগুন জ্বলে উঠলো;অনল-শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেললো।
19. তারা হোরেবে একটি বাছুর তৈরি করলো,ছাঁচে ঢালা মূর্তির কাছে সেজ্দা করলো।
20. এভাবে তৃণভোজী গরুর মূর্তির সঙ্গেতারা নিজেদের গৌরব বিনিময় করলো।
21. তারা তাদের উদ্ধারকর্তা আল্লাহ্কে ভুলে গেল,যিনি মিসরে বিবিধ মহৎ কাজ করেছিলেন;
22. হামের দেশে নানা অলৌকিক কাজ,লোহিত সাগরের ধারে নানা ভয়ঙ্কর কাজ করেছিলেন।
23. অতএব তিনি বললেন, ওদেরকে সংহার করতে হবে;কিন্তু তাঁর মনোনীত ব্যক্তি মূসা তাঁর সাক্ষাতে ভঙ্গস্থানে দাঁড়ালেন,তাঁর ক্রোধ ফিরাবার জন্য দাঁড়ালেন,পাছে তিনি তাদেরকে বিনাশ করেন।
24. আর তারা রমণীয় দেশ তুচ্ছ করলো,তাঁর কালামে বিশ্বাস করলো না;