38. তারা প্রস্থান করলে মিসর আনন্দ করলো,কারণ ওরা তাদের থেকে ত্রাসযুক্ত হয়েছিল।
39. তিনি চন্দ্রাতপের জন্য মেঘ বিস্তার করলেন,তিনি রাত আলোকময় করার জন্য আগুন দিলেন।
40. তারা যাচ্ঞা করলেতিনি ভারুই পাখি আনালেন,এবং বেহেশতী খাদ্যে তাদেরকে তৃপ্ত করলেন।
41. তিনি শৈল খুলে দিলেন, পানি প্রবাহিত হল;তা নদী হয়ে শুকনো ভূমিতে প্রবাহিত হল।