5. তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন,ঈগল পাখির মত তোমার নতুন যৌবন হয়।
6. মাবুদ ধর্মকার্য সাধন করেন,নির্যাতিত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন।
7. তিনি জানালেন মূসাকে তাঁর পথ,বনি-ইসরাইলকে তাঁর কর্মগুলো।
8. মাবুদ স্নেহশীল ও কৃপাময়,ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান।
9. তিনি নিত্য অনুযোগ করবেন না,চিরকাল ক্রোধ রাখবেন না।