26. সেগুলো বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থির থাকবে;সে সমস্ত কাপড়ের মত নষ্ট হয়ে যাবে,তুমি পরিচ্ছদের মতোই তাদের খুলে ফেলবে,ও তাদের পরিবর্তন হবে।
27. কিন্তু তুমি যে আছ সেই আছ,তোমার সমস্ত বছর কখনও শেষ হবে না।
28. তোমার গোলামদের সন্তানেরা বসতি করবে,তাদের বংশ তোমার সাক্ষাতে অটল হবে।