জবুর শরীফ 102:23-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. তিনি আমার জীবনকালে আমার বল হ্রাস করেছেন,তিনি আমার আয়ু সংক্ষেপ করেছেন।

24. আমি বললাম, হে আমার আল্লাহ্‌,আয়ুর মধ্যভাগে আমাকে তুলে নিও না;তোমার সমস্ত বছর পুরুষানুক্রমে স্থায়ী।

25. তুমি পুরাকালে দুনিয়ার মূল স্থাপন করেছ,আসমানও তোমার হাতের রচনা।

26. সেগুলো বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থির থাকবে;সে সমস্ত কাপড়ের মত নষ্ট হয়ে যাবে,তুমি পরিচ্ছদের মতোই তাদের খুলে ফেলবে,ও তাদের পরিবর্তন হবে।

27. কিন্তু তুমি যে আছ সেই আছ,তোমার সমস্ত বছর কখনও শেষ হবে না।

জবুর শরীফ 102