17. তিনি দীনহীনদের মুনাজাতমুখী করেছেন,তাদের মুনাজাত তুচ্ছ করেন নি।
18. একথা ভাবী বংশের জন্য লেখা থাকবে;যাতে যে জাতি সৃষ্ট হবে, তারা মাবুদের প্রশংসা করতে পারে।
19. কেননা তিনি তাঁর উঁচু পবিত্র স্থান থেকে অবলোকন করলেন;মাবুদ বেহেশত থেকে দুনিয়াতে দৃষ্টিপাত করলেন;
20. বন্দীর হাহাকার শুনবার জন্য,মৃত্যুর সন্তানদেরকে মুক্ত করার জন্য;
21. যেন প্রচারিত হয় সিয়োনে মাবুদের নাম,ও জেরুশালেমে তাঁর প্রশংসা।
22. যখন বিভিন্ন জাতি একত্র হবে,ও সমস্ত রাজ্য একত্র হবে মাবুদের এবাদত করার জন্য।
23. তিনি আমার জীবনকালে আমার বল হ্রাস করেছেন,তিনি আমার আয়ু সংক্ষেপ করেছেন।