জবুর শরীফ 102:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমার মুনাজাত শোন,আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক।

2. সঙ্কটের দিনে আমা থেকে মুখ লুকাবে না,আমার প্রতি কান দাও;যেদিন আমি ডাকি, ত্বরায় আমাকে উত্তর দিও।

3. কেননা আমার সমস্ত দিন ধোঁয়ার মত বিলীন হয়েছে,আমার সমস্ত অস্থি জ্বলন্ত কাঠের মত পুড়ে গেছে;

4. আমার হৃদয় আঘাত পেয়ে ঘাসের মত শুকিয়ে গেছে;আমি আহার করতে ভুলে যাই।

5. আমার জোরে জোরে কোঁকানোর দরুনআমার অস্থিগুলো চামড়ার সঙ্গে লেগে গেছে।

6. আমি মরুভূমিস্থ মরু-পেঁচার মত হয়েছি,উৎসন্ন স্থানের ক্ষুদ্র পেঁচার সমান হয়েছি।

জবুর শরীফ 102