জবুর শরীফ 100:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে জয়ধ্বনি কর;

2. সানন্দে মাবুদের সেবা কর;আনন্দগানসহ তাঁর সম্মুখে এসো।

3. তোমরা জেনো, মাবুদই আল্লাহ্‌,তিনিই আমাদের নির্মাণ করেছেন, আমরা তাঁরই;আমরা তাঁর লোক ও তাঁর চারণভূমির মেষ।

জবুর শরীফ 100