কাজীগণ 5:22-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. তখন ঘোড়াগুলোর খুরের ঘায়ে ভূমি কেঁপে উঠলো,তাদের পরাক্রমীদের ছুটে চলার গতিতে কেঁপে উঠলো।

23. মাবুদের ফেরেশতা বলেন, মেরোসকে বদদোয়া দাও,সেই স্থানের অধিবাসীদেরকে দারুণ বদদোয়া দাও;কেননা তারা এল না মাবুদের সাহায্যের জন্য,মাবুদের সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।

24. মহিলাদের মধ্যে যায়েল ধন্যা,কেনীয় হেবরের পত্নী ধন্যা,তাঁবুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্যা।

25. সে পানি চাইল, তিনি তাকে দুধ দিলেন।রাজোপযোগী পাত্রে ক্ষীর এনে দিলেন।

কাজীগণ 5