1. সেদিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করলেন:
2. ইসরাইলে নায়কগণ নেতৃত্ব দিলেন,লোকেরা স্বেচ্ছায় নিজেদের কোরবানী করলো,এজন্য তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।
3. বাদশাহ্রা শোন; শাসনকর্তারা কান দাও;আমি, আমিই মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব,ইসরাইলের আল্লাহ্ মাবুদের উদ্দেশে গজল গাইব,