কাজীগণ 3:9-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. পরে বনি-ইসরাইল মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগল। তাতে মাবুদ বনি-ইসরাইলদের জন্য এক জন উদ্ধারকর্তাকে— কালেবের কনিষ্ঠ ভাই কনসের পুত্র অৎনীয়েলকে— উৎপন্ন করলেন; তিনি তাদের উদ্ধার করলেন।

10. মাবুদের রূহ্‌ তার উপরে আসলেন, আর তিনি ইসরাইলের বিচার করতে লাগলেন। তিনি যুদ্ধ করার জন্য বের হলেন এবং মাবুদ অরামের বাদশাহ্‌ কূশন-রিশিয়াথয়িমকে তাঁর হাতে তুলে দিলেন; আর কূশন-রিশিয়াথয়িমের বিরুদ্ধে তাঁর হাত শক্তিশালী হতে থাকলো।

11. এভাবে চল্লিশ বছর পর্যন্ত দেশ বিশ্রাম ভোগ করলো; পরে কনসের পুত্র অৎনীয়েলের মৃত্যু হয়।

12. পরে বনি-ইসরাইল মাবুদের দৃষ্টিতে যা মন্দ, পুনর্বার তা করতে লাগল; অতএব মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা করায় মাবুদ ইসরাইলীয়দের বিরুদ্ধে মোয়াবের বাদশাহ্‌ ইগ্লোনকে সবল করলেন।

13. বাদশাহ্‌ অম্মোনীয়দেরকে ও আমালেককে নিজের কাছে জমায়েত করলেন এবং যাত্রা করে ইসরাইলকে আক্রমণ করলেন এবং খর্জুরপুর অধিকার করলেন।

14. আর বনি-ইসরাইলরা আঠার বছর পর্যন্ত মোয়াবের বাদশাহ্‌ ইগ্লোনের গোলামী করলো।

কাজীগণ 3