কাজীগণ 2:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. মাবুদের ফেরেশতা বনি-ইসরাইলদেরকে যখন এই কথা বললেন তখন লোকেরা চিৎকার করে কাঁদতে লাগল।

5. আর তারা সেই স্থানের নাম বোখীম (বিলাপকারী) রাখল; পরে তারা সেই স্থানে মাবুদের উদ্দেশে কোরবানী করলো।

6. ইউসা লোকদের বিদায় করার পর বনি-ইসরাইল দেশ অধিকার করার জন্য প্রত্যেকে নিজ নিজ অধিকারে গিয়েছিল।

7. আর ইউসার সমস্ত জীবনকালে এবং যে সমস্ত প্রাচীনবর্গরা ইউসার মৃত্যুর পর জীবিত ছিলেন ও ইসরাইলের জন্য মাবুদের কৃত সমস্ত মহান কাজ দেখেছিলেন, তাঁদেরও সমস্ত জীবনকালে লোকেরা মাবুদের সেবা করলো।

8. পরে নূনের পুত্র মাবুদের গোলাম ইউসা একশত দশ বছর বয়সে ইন্তেকাল করলেন।

কাজীগণ 2