28. আর তাদেরকে বললাম, তোমরা মাবুদের উদ্দেশে পবিত্র এবং এই পাত্র সকলও পবিত্র এবং এই রূপা ও সোনা তোমাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের উদ্দেশে স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য।
29. অতএব তোমরা জেরুশালেমে মাবুদের গৃহের কুঠরীতে প্রধান ইমাম, লেবীয় ও ইসরাইলের পিতৃকুলপতিদের কাছে যে পর্যন্ত তা ওজন করে না দেবে সেই পর্যন্ত সতর্ক থেকে রক্ষা করবে।
30. পরে ইমাম ও লেবীয়েরা জেরুশালেমে আমাদের আল্লাহ্র গৃহে নিয়ে যাবার জন্য সেই ওজন করা রূপা, সোনা ও পাত্র গ্রহণ করলো।
31. পরে প্রথম মাসের বারো দিনের দিন আমরা জেরুশালেমে যাবার জন্য অহবা নদী থেকে প্রস্থান করলাম, আর আমাদের উপরে আমাদের আল্লাহ্র হাত ছিল, তিনি পথিমধ্যে শত্রু ও গুপ্ত দস্যুদলের হাত থেকে আমাদেরকে উদ্ধার করলেন।
32. পরে আমরা জেরুশালেমে উপস্থিত হয়ে সেই স্থানে তিন দিন অবস্থিতি করলাম।