ইয়ারমিয়া 41:3-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. আর মিস্পাতে গদলিয়ের সঙ্গে যে সমস্ত ইহুদী ছিল এবং যে কল্‌দীয় সৈন্য সেখানে পাওয়া গেল ইসমাইল তাদের সকলকে হত্যা করলো।

4. গদলিয়কে হত্যা করার পরের দিন কেউই সেই বিষয়টি না জানবার আগেই,

5. শিখিম, শীলো ও সামেরিয়া থেকে আশি জন পুরুষ আসছিল; তারা দাড়ি কেটে, ছেঁড়া কাপড় পরে ও নিজ নিজ অঙ্গ কাটাকুটি করে মাবুদের বায়তুল-মোকাদ্দসে কোরবানী করার জন্য নৈবেদ্য ও ধূপ নিয়ে আসছিল।

6. আর নথনিয়ের পুত্র ইসমাইল তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মিস্পা থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে বাইরে গেল এবং তাদের সঙ্গে সাক্ষাৎ হলে তাদেরকে বললো, অহীকামের পুত্র গদলিয়ের কাছে চল।

7. পরে তারা নগরের মধ্যস্থানে আসলে নথনিয়ের পুত্র ইসমাইল ও তার সঙ্গী পুরুষেরা তাদেরকে হত্যা করে সেখানকার কুয়ার মধ্যে নিক্ষেপ করলো।

ইয়ারমিয়া 41