জেরুশালেমের পরাজয় এভাবে হয়েছিল। এহুদার বাদশাহ্ সিদিকিয়ের নবম বছরের দশম মাসে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার ও তাঁর সমস্ত সৈন্য জেরুশালেমের বিরুদ্ধে এসে তা অবরোধ করলেন।