24. ঐ সমস্ত জাঙ্গাল দেখ, ওরা জয় করার নিমিত্ত নগরের কাছে এসেছে; এবং তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা এর বিপরীতে যুদ্ধকারী কল্দীয়দের হাতে নগর দেওয়া হয়েছে; তুমি যা বলেছ, তা সফল হয়েছে; আর দেখ, এসব তুমি দেখছো।
25. আর, হে সার্বভৌম মাবুদ, তুমি আমাকে বলেছ, তুমি টাকা দিয়ে ক্ষেত ক্রয় কর ও সাক্ষী রাখ, কিন্তু এই নগর কল্দীয়দের হাতে দেওয়া হল।
26. পরে ইয়ারমিয়ার কাছে মাবুদের এই কালাম নাজেল হল,
27. দেখ, আমিই মাবুদ সমস্ত মানুষের আল্লাহ্; আমার অসাধ্য কি কিছু আছে?