ইয়ারমিয়া 16:3-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. কেননা এই স্থানে জাত পুত্র-কন্যাদের বিষয়ে এবং এই দেশে তাদের প্রসবকারিণী মাতাদের ও জন্মদাতা পিতাদের বিষয়ে মাবুদ এই কথা বলেন,

4. তারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরবে, তাদের জন্য কেউ মাতম করবে না, কেউ তাদেরকে দাফন করবে না; তারা ভূমির উপরে সারের মত পড়ে থাকবে; এবং তারা তলোয়ার ও দুর্ভিক্ষ দ্বারা হত হবে; তাদের লাশ আসমানের পাখিদের ও ভূমির পশুদের খাবার হবে।

5. বস্তুত মাবুদ এই কথা বলেন, তুমি শোকের বাড়িতে প্রবেশ করো না, মাতম করতে যেও না, তাদের জন্য কান্নাকাটি করো না; কেননা, মাবুদ বলেন, আমি এই জাতি থেকে আমার শান্তি, অটল মহব্বত ও করুণা অপহরণ করেছি।

ইয়ারমিয়া 16