ইয়ারমিয়া 13:11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

কেননা মাবুদ বলেন, মানুষের কোমরে যেমন অন্তর্বাস জড়িয়ে থাকে, তেমনি আমি সমস্ত ইসরাইল-কুল ও সমস্ত এহুদা-কুলকে আমার সঙ্গে জড়িয়েছিলাম, যেন তারা আমার কীর্তি, প্রশংসা ও সম্মানের জন্য আমার লোক হয়; কিন্তু তারা শুনতে চাইল না।

ইয়ারমিয়া 13

ইয়ারমিয়া 13:8-18