ইয়ারমিয়া 13:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদ আমাকে এই কথা বললেন, তুমি যাও, মসীনা-সুতার একটি অন্তর্বাস ক্রয় কর ও তা কোমরে পর, তা পানিতে ডোবাবে না।

2. তাতে আমি মাবুদের কালাম অনুসারে এই অন্তর্বাস ক্রয় করলাম ও আমার কোমরে পরলাম।

3. পরে দ্বিতীয় বার মাবুদের কালাম আমার কাছে নাজেল হল,

ইয়ারমিয়া 13