ইহিস্কেল 39:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আর, হে মানুষের সন্তান, তুমি ইয়াজুজের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইয়াজুজ!, মেশকের ও তূবলের অধিপতি, দেখ, আমি তোমার বিপক্ষ।

2. আমি তোমাকে এদিক ওদিক ফিরাব, তোমাকে চালাব, উত্তর দিকের প্রান্ত থেকে তোমাকে আনাবো এবং ইসরাইলের পর্বতগুলোতে তোমাকে উপস্থিত করবো।

ইহিস্কেল 39