ইহিস্কেল 35:14-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. সার্বভৌম মাবুদ এই কথা বলেন, সমস্ত দুনিয়ার আনন্দের দিনে আমি তোমাকে ধ্বংস করবো।

15. তুমি ইসরাইল-কুলের অধিকার ধ্বংস হতে দেখে যেমন আনন্দ করেছ, আমি তোমার সঙ্গে তেমনি ব্যবহার করবো; হে সেয়ীর পর্বত, তুমি ধ্বংস হবে, ইদোমের সমস্ত স্থান ধ্বংস হবে; তাতে লোকে জানবে যে, আমিই মাবুদ।

ইহিস্কেল 35