16. এ মাতম-গীত; লোকেরা গানের মধ্য দিয়ে তা গাইবে:জাতিদের কন্যারা এই গান করবে;তারা মিসরের ও তার সমস্ত লোকের উদ্দেশে এই গান করবে;এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
17. আর দ্বাদশ বছরে, সেই মাসের পঞ্চদশ দিনে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
18. হে মানুষের সন্তান, তুমি মিসরের লোকদের বিষয়ে হাহাকার কর এবং তাদের অর্থাৎ সেই জাতিকে ও বিখ্যাত জাতিদের কন্যাদের দুনিয়ার গভীর স্থানে পাতালবাসীদের কাছে নামিয়ে দাও।
19. তুমি কার চেয়ে সুন্দর? নেমে যাও, খৎনা-না-করানোদের সঙ্গে শয়ন কর।