ইহিস্কেল 29:18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

হে মানুষের সন্তান, ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার তার সৈন্যসামন্তকে টায়ারের বিরুদ্ধে ভারী পরিশ্রম করিয়েছে; সকলের মাথার চুল ও সকলের কাঁধের ছাল-চামড়া উঠে গেছে; কিন্তু টায়ারের বিরুদ্ধে সে যে পরিশ্রম করেছে, তার বেতন সে কিংবা তার সৈন্য টায়ার থেকে পায় নি।

ইহিস্কেল 29

ইহিস্কেল 29:14-21