34. আমি আমার শক্তিশালী হাত, বাড়িয়ে দেওয়া বাহু ও গজব ঢেলে দিয়ে জাতিদের মধ্য থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবো এবং যেসব দেশে তোমরা ছিন্নভিন্ন হয়ে রয়েছ, সেসব দেশ থেকে তোমাদেরকে একত্র করবো।
35. আমি জাতিগুলোকে মরুভূমিতে এনে সম্মুখাসম্মুখি হয়ে সেই স্থানে তোমাদের সঙ্গে বিচার করবো।
36. আমি মিসর দেশের মরুভূমিতে যেমন তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে বিচার করেছিলাম, তোমাদের সঙ্গে তেমনি বিচার করবো, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
37. আর আমি তোমাদেরকে পাঁচনীর নিচে দিয়ে গমন করাব ও নিয়মরূপ বন্ধনে আবদ্ধ করবো।
38. পরে বিদ্রোহী ও আমার বিরুদ্ধে অধর্মাচারী সকলকে ঝেড়ে তোমাদের মধ্য থেকে দূর করবো; তারা যে দেশে প্রবাস করে, সেখান থেকে তাদের বের করে আনবো বটে, কিন্তু তারা ইসরাইল-দেশে প্রবেশ করবে না; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।