ইহিস্কেল 16:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,

2. হে মানুষের সন্তান, তুমি জেরুশালেমকে তার ঘৃণার কাজগুলোর কথা জানাও।

3. তুমি বল, সার্বভৌম মাবুদ জেরুশালেমকে এই কথা বলেন, তোমার উৎপত্তি ও জন্মস্থান কেনানীয়দের দেশ, তোমার পিতা আমোরীয় ও মা হিত্তীয়া।

ইহিস্কেল 16