ইহিস্কেল 11:20-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. যেন তারা আমার বিধিপথে চলে এবং আমার অনুশাসনগুলো মান্য ও পালন করে; আর তারা আমার লোক হবে এবং আমি তাদের আল্লাহ্‌ হব।

21. কিন্তু যাদের হৃদয় তাদের জঘন্য পদার্থগুলোর দিকে ও তাদের ঘৃণার বস্তুগুলোর পিছনে চলে, তাদের কাজের ফল আমি তাদেরই মস্তকে বর্তাব, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।

22. পরে কারুবীগণ নিজ নিজ পাখা মেলে দিল, তখন চাকাগুলোও তাদের পাশে ছিল এবং ইসরাইলের আল্লাহ্‌র মহিমা উর্ধ্বে তাদের উপরে ছিল।

ইহিস্কেল 11