ইষ্টের 6:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সেই রাতে বাদশাহ্‌ ঘুমাতে পারছিলেন না, আর তিনি স্মরণীয় ইতিহাস কিতাব আনতে হুকুম করলেন; পরে বাদশাহ্‌র সাক্ষাতে সেই কিতাব পাঠ করা হল।

2. আর তার মধ্যে লেখা এই কথা পাওয়া গেল, বাদশাহ্‌র নপুংসক বিগ্‌থন ও তেরশ নামে দু’জন দ্বারপাল বাদশাহ্‌ জারেক্সের উপরে হস্তক্ষেপ করতে চাইলে মর্দখয় তার সংবাদ দিয়েছিলেন।

ইষ্টের 6