ইশাইয়া 65:14-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. দেখ, আমার গোলামেরা অন্তরের সুখে আনন্দরব করবে, কিন্তু তোমরা অন্তরের দুঃখে কান্নাকাটি করবে এবং রূহের ক্ষোভে হাহাকার করবে।

15. আর তোমরা আমার মনোনীত লোকদের কাছে তোমাদের নাম বদদোয়ারূপে রেখে যাবে এবং সার্বভৌম মাবুদ তোমাকে হত্যা করবেন, আর তিনি তাঁর গোলামদের অন্য নাম রাখবেন।

16. যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে দোয়া করবে, সে বিশ্বস্ততার আল্লাহ্‌র নামে নিজেকে দোয়া করবে; এবং যে ব্যক্তি দুনিয়াতে শপথ করবে, সে বিশ্বস্ততার আল্লাহ্‌র নামে শপথ করবে; কেননা পূর্বকালীন সমস্ত সঙ্কট লোকে ভুলে যাবে ও আমার দৃষ্টি থেকে তা লুকাবে।

ইশাইয়া 65