3. আর জাতিরা তোমার আলোর কাছে আগমন করবে,বাদশাহ্রা তোমার অরুণোদয়ের আলোর কাছে আসবে।
4. তুমি চারদিকে চোখ তুলে দেখ,ওরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার পুত্ররা দূর থেকে আসবে,তোমার কন্যাদের কোলে করে আনা হবে।
5. তখন তুমি তা দেখে আনন্দে উজ্জ্বল হবে,তোমার অন্তর স্পন্দিত ও বিকশিত হবে;কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরিয়ে আনা যাবে,জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আসবে।
6. তোমাকে আবৃত করবে উটের বহর,মাদিয়ান ও ঐফার দ্রুতগামী সমস্ত উট;সাবা দেশ থেকে সকলেই আসবে;তারা সোনা ও কুন্দুরু আনবেএবং মাবুদের প্রশংসার সুসংবাদ তবলিগ করবে।